Multani matti powder
Price—100 gram 150tk
এবার জেনে নেই মুলতানি মাটি কিভাবে ব্যবহার করলে কী কী উপকার পাওয়া যেতে পারে:
১. ত্বকের উজ্জ্বলতা বাড়াতে: এক টেবিল চামচ পরিমাণ মুলতানি মাটি, এক টেবিল চামচ পরিমাণ ঘৃতকুমারীর জেল এবং দুই চা চামচ পরিমাণ ঠান্ডা দুধ মিশিয়ে নিন। এবার এই মিশ্রন পুরু করে ত্বকে লাগান আর ১৫ মিনিট অপেক্ষা করুন। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। আপনার ত্বককে করবে দুধের মতো শুভ্র!
২. তৈলাক্ত ত্বকের যত্নে: যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত, তারা মুলতানি মাটির সঙ্গে টমেটোর রস, হলুদ এবং চন্দনের গুঁড়ো একসাথে মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগাতে পারেন । ১০ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন । সপ্তাহে নিয়ম করে ২-৩ দিন এই প্যাক লাগান।
৩. শুষ্ক ও নিস্তেজ ত্বকের যত্নে: ৩-৪ টা কাজু বাদাম সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে খোসা ছাড়িয়ে বাদামগুলো পিষে নিন। এই চূর্ণ করা কাজুবাদামের সাথে সামান্য মুলতানি মাটি মেশান। এর সাথে সামান্য পরিমাণ দুধ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। শুষ্ক ও নিস্তেজ ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে এবং ত্বককে নরম করতে সাহায্য করবে এই প্যাকটি।
৪. ব্রণর দাগ দূর করতে: মুলতানি মাটির সঙ্গে কর্পূর, নিম পাতা, লবঙ্গ গুঁড়ো করে মিশিয়ে প্যাক তৈরি করুন । এর সঙ্গে গোলাপ জলও মেশাতে পারেন । এই প্যাকটি নিয়ম করে সপ্তাহে ২ বার লাগান । নিয়মিত ব্যবহারে ত্বক দাগমুক্ত হবে ।
৫. সূর্যের পোড়া দাগ: আমন্ড অয়েল বা ক্যাস্টর অয়েল এর সাথে মুলতানি মাটি মিশিয়ে মুখে লাগান। এটি ত্বকের সূর্যের পোড়া দাগ দূর করার সাথে সাথে ত্বক নরম করতেও সাহায্য করে।
৬. বার্ধক্যের ছাপ দূর করতে: ১ চামচ মুলতানি মাটির সাথে ১ চামচ টক দই এবং ১টি ডিমের সাদা অংশ মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার এটি সারা মুখে ভালো করে লাগিয়ে ২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বক টানটান করে এবং স্কিন টোন সমান করতে সাহায্য করে।
৭. চুলের যত্নে: রুক্ষ এবং প্রাণহীন চুলের জন্য ৪ চামচ মুলতানি মাটি, আধা কাপ টক দই, অর্ধেক লেবুর রস এবং ২ চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করে সারা চুলে ভালো মত লাগান। ১৫-২০ মিনিট রেখে চুল শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ২ দিন ব্যবহার করুন।